পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া প্রেস ক্লাবের এক জরুরি সভা বুধবার (১৪ আগষ্ট) রাতে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি এসএমএকে জাহাংগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
পটিয়া মহকুমা প্রেস ক্লাবের ১৯৮২ সালে গঠিত কমিটির সদস্য আফম খালিদ হোসাইন অন্তবর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় সভায় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। পাশপাশি, রাষ্ট্রীয়ভাবে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দোয়া করা হয়।
সভায় দেশের চলমান পরিস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ‘পটিয়া প্রেস ক্লাব প্রতিষ্ঠার চার যুগ পার করার পথে রয়েছে। এতে ক্লাবের বহু গৌরব ও ইতিহাস ঐতিহ্যের সৃষ্টি হয়েছে। এ সংগঠন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে এর সঙ্গে সম্পৃক্তরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আগামীতে ও সদস্যরা ক্লাবের গঠনতন্ত্র মেনে সংগঠনের কার্যক্রম গতিশীল করার আহবান জানান।
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ক্লাবে হামলা চালিয়ে কম্পিউটারসহ মূল্যবান মালামাল ভাংচুর করায় সভায় অসন্তোষ প্রকাশ করা হয়।
সভায় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের আপসহীন ভূমিকা অব্যাহত রাখার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় পটিয়া প্রেস ক্লাবের সব কার্যক্রম গঠনতন্ত্র মেনে পরিচালনার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আহমদ উল্লাহ, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, নুর হোসেন, আবেদুজ্জমান আমিরী, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিনজু, এসএম রহমান, সুজিত দত্ত, মো. শাহজাহান, ওবায়দুল হক পিবলু, কাউছার আলম, তাপস দে আকাশ, এসএম জুয়েল, আবদুল্লাহ আল নোমান।