চট্টগ্রাম: ‘চির-অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির’ শীর্ষক স্লোগানকে উপজীব্য করে
প্রতিশ্রুতিশীল ছয় তরুণ আবৃত্তি শিল্পীদের নিয়ে আবৃত্তিযোগ আয়োজনে অনুষ্ঠিত হল আবৃত্তিসন্ধ্যা।
নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার হলে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এই আয়োজনে বিভিন্ন সংগঠনের ছয়জন আবৃত্তি শিল্পী আবৃত্তি করেন।
মুক্তাক্ষর সিলেটের হিমেল মাহমুদ, নির্মাণ আবৃত্তি অঙ্গনের ইতি সর্ববিদ্যা পুষ্পা, কন্ঠনীড় বাচিক শিল্পচর্চাকেন্দ্রের তাজুল ইসলাম, নির্মাণ আবৃত্তি অঙ্গনের অর্ণব বড়ুয়া, বয়ান শিল্পাঙ্গনের জান্নাতুল কবিতা ও শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সায়েম উদ্দীনের কন্ঠে অস্থিরতায় দোদুল্যমান এই সময়ের কথা তথা সাম্প্রতিক প্রেম, বিরহ ও দেশপ্রেমসহ নানাধর্মী কবিতা আবৃত্তি করেন।
সমাপনী সেশনে অতিথি কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, ‘প্রগতিশীল আন্দোলন বেগবান করতে এমন প্রাণবন্ত আবৃত্তিসন্ধ্যা দর্শক ও শিল্পকর্মীদের উদ্বুদ্ধ করবে।’
আবৃত্তি পরিবেশনার পর আবৃত্তিশিল্পী প্রবীর পাল, সেলিম রেজা সাগর, নাজমুল আলিম সাদিকী বক্তব্য দেন।
















