চট্টগ্রাম: ‘চির-অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির’ শীর্ষক স্লোগানকে উপজীব্য করে প্রতিশ্রুতিশীল ছয় তরুণ আবৃত্তি শিল্পী নিয়ে আবৃত্তিযোগ আয়োজন করছে আবৃত্তিসন্ধ্যার।
চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার হলে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এই আয়োজন শুরু হবে।
এতে আবৃত্তি করবেন হিমেল মাহমুদ, ইতি সর্ববিদ্যা পুষ্পা, তাজুল ইসলাম, অর্ণব বড়ুয়া, জান্নাতুল কবিতা ও সায়েম উদ্দীন।
অস্থিরতায় দোদুল্যমান এই সময়ের কথা তথা সাম্প্রতিক, প্রেম, বিরহ ও দেশপ্রেমসহ নানাধর্মী কবিতার আবৃত্তি করবেন এই ছয়জন আবৃত্তি শিল্পী।
এই আবৃত্তি আয়োজন উপভোগ করতে দর্শক শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।
















