চট্টগ্রাম : বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচার প্রার্থী জনগনের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আগামী রোববার (৩০ নভেম্বর) থেকে চট্টগ্রামে ই-পারিবারিক আদালতের কার্যক্রম উদ্বোধন করা হবে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে সকাল ৯টায় এটির উদ্বোধন করা হবে।
চট্টগ্রামে এটি হবে দেশের প্রথম ই-পারিবারিক আদালত (পেপারলেস কোর্ট)।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা প্রধান অতিথি থাকবেন।
ই-পারিবারিক আদালত উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ সকলের অংশগ্রহণ প্রত্যাশা করেছেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।
















