চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকা থেকে ৫১ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
রোববার (২৬ অক্টোবর) সকালে ভূজপুর থানার চিকনছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. নুরন্নবী (৪৩), মো. আবুল বাশার (২৭) ও মো. আব্দুল করিম (৩০)। তিনজনই ভূজপুর থানার চিকনছড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৭’- এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে সাতটার দিকে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল ভূজপুর থানার চিকনছড়া এলাকায় অভিযান চালায়। জনৈক অহিদুর রহমান সওদাগরের বাড়ির সামনে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরবর্তী উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় কসটেপে মোড়ানো ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও সিটির বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
















