রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট মো. মাসুক আমিন ওরফে মাসুককে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। রাঙ্গুনিয়া মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমানে নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১০ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাসুকের হেফাজত থেকে একটি নীল রঙের ছোট প্লাস্টিক ব্যাগে রাখা ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা। মাসুকের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাসুক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বে রাঙ্গুনিয়া থানায় আরও দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এবং এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে আমরা সব সময় প্রস্তুত আছি। জনসাধারণের সহযোগিতা পেলে আমরা মাদকমুক্ত সমাজ গঠনে সফল হবো।’
















