চট্টগ্রাম: বয়ান শিল্পাঙ্গনের দ্বিতীয় প্রযোজনা ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ নাটকের প্রথম মঞ্চায়ন আগামী বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে হবে।
নাট্যকার প্রয়াত মমতাজউদদীন আহমদ রচিত ও সায়েম উদ্দীনের পরিকল্পনা ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাইসা, সাজু বড়ুয়া, জহির মামুন, কবিতা, সুব্রত পাল, পার্থ সারথি দে, রেশমি, সুমি, রিক্তা, রাসেল, প্রাণেশ ও সায়েম উদ্দীন প্রমুখ।
নাটকটির রূপসজ্জা, আলো, আবহ সংগীত, সেট, প্রপস ও টেকনিকাল সাপোর্টে আছেন শাহীন চৌধুরী, সীমান্ত বড়ুয়া, আজমল নবীন, আব্দুল হান্নান, কবিতা, রক ডায়াস, ফাহিম রায়হান ও সাইম।
নাট্যপ্রাণ দর্শক অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য ০১৮৫৩৩৩১৪৪৩ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং নাটক শুরুর আগে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনের টিকিট কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।