চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বয়স ১৪ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ক্যাম্পাস থেকে ছেড়ে আসা ট্রেনটি সিটির ষোলশহর রেলওয়ে স্টেশনের পাশে পিলখানা মসজিদের সামনে আসলে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন রেলওয়ে থানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম।
তিনি বলেন, ‘ধারণা করছি, শিশুটি পথশিশু। আশেপাশের কোন এলাকার হতে পারে সে। কিন্তু, এখন পর্যন্ত নাম-পরিচয় জানা যায়নি। শিশুটির পরনে হলুদ গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট ছিল। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘দুর্ঘটনা সরাসরি দেখেছেন এমন কোন প্রত্যক্ষদর্শী পাইনি। কেউ বলছেন- ট্রেনের ছাদে ছিল সে, এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সময় সে কাটা পড়ে মারা যায়। কেউ বলছেন- ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। পরিচয় নিশ্চিত হতে আমরা চেষ্টা করে যাচ্ছি।’
















