ঢাকা: আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশের উদ্যোগে ‘ইয়াওমুল বদর ও শেরে খোদা মাওলা আলীর (রা.) শাহাদাত বার্ষিকী স্মরণে আলোচনা সভা শনিবার (৩০ মার্চ) বিকালে মতিঝিল দৈনিক বাংলা মোড়ের জাতীয় ক্রিড়া ভবনের পুষ্পদাম কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম মাওলানা মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফী আল্ ক্বাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জামে মসজিদের প্রধান খতিব মাওলানা সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন আল্ ক্বাদেরী, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সাবেক প্রো-ভিসি অধ্যাপক দেওয়ান এমএ সাজ্জাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সভাপতি এডভোকেট মুহাম্মদ আলী আজম, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ ফকির মুসলিম উদ্দিন নুরী শাহ উলুভী আল্ ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম চাদঁপুরী।
সভায় মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, ‘বদরের জয় ছিল মুমিনদের প্রেরণার উৎস। যা ছিল সত্য ও মিথ্যা; হক ও বাতিল এবং মুসলিম ও কাফেরদের মধ্যকার যুদ্ধ। যা রাসুলে আকরামের (সা) নেতৃত্বে জয় ছিনিয়ে এনেছিল হযরত আলীসহ (রা.) জানবাজ সাহাবায়ে কিরামরা। বদরের এ জয় ছিল মুসলমানদের প্রথম বিজয়। বদরের এ বিজয় না হলে মুসলমানরা অস্তিত্ব সংকটে পড়ত। রাসুলে আকরাম (সা) তা বুঝতে পেরে আল্লাহর কাছে দোয়া করেছিল চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহ রাসুলের দোয়া কবুল করেছিলেন।’
তিনি আরো বলেন, ‘কোরআনের সুরা আল-ইমরান ও সুরা আনফালে বদর যুদ্ধের বর্ণনা এসেছে। সুরা আল ইমরানে মুসলিমদের অবস্থা, আল্লাহর সাহায্য ও তার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ মুসলিম উম্মাহকে ভবিষ্যতেও সাহায্য করার ঘোষণা দিয়ে বদর যুদ্ধের অবস্থা তুলে ধরে বলেন, আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছেন। অথচ তোমরা ছিলে ক্ষীণশক্তি।’
মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, ‘মুমিনদের বদরের প্রেরণায় উজ্জীবিত হতে হবে। বদর যুদ্ধের জয় ছিল মুসলিম উম্মাহর জন্য প্রথম রাজনৈতিক স্বীকৃতি। এ যুদ্ধই ইসলামি রাষ্ট্রের পথ চলার গতিপথ নির্ধারণ করে দেয়। বদর বিশ্ব মুসলমানদের জন্য প্রেরণা হয়ে আছে। তাই, বদর হচ্ছে মুসলমানদের বিজয় দিবস। এ জন্য পৃথিবীর মুসলমানদের জন্য বদর থেকে শিক্ষা নিতে হবে। আজ মুসলমানদের দুর্বলতার সুযোগে লাখো পয়গাম্বরদের স্মৃতিবিজড়িত পৃথিবীর মুসলমানদের কলিজা বায়তুল মুকাদ্দাসকে নিয়ে টালবাহানা চলছে। গাজায় হাজার হাজার মুসলমানকে দখলবাজ ইহুদীরা খুন করছে। অর্ধাহারে অনাহারে হাজার হাজার নারী-শিশু, বৃদ্ধ মারা যাচ্ছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না। বদরের বিজয় থেকে শিক্ষা নিতে পারছি না।’