বোয়ালখালী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা এলাকায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মুরাদ মুন্সির হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অলক কান্তি নাথ পৌরসভার পূর্ব গোমদন্ডী তিন নম্বর ওয়ার্ড চুড়াখালী নাথ পাড়ার মৃত মানিক নাথের ছেলে।
স্থানীয়রা জানান, দিনমজুর অলক কান্তি এলাকায় গাছ কাটার কাজ করতেন। সোমবার (১৮ মার্চ) সকালে গাছ কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন ইমু বলেন, ‘অলক কান্তি নাথ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।’
















