ফটিকছড়ি, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ দেলোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মেয়র দেলোয়ার হোসেন মারা গেছেন বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানান, শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট হাসপাতাল রাস্তার মাথায় মাইক্রোবাসের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আলম আশেক জানান, চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটায় দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে।