কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলীতে করোনা সংক্রমণ ঠেকাতে দেয়া নিষেধাজ্ঞা অমান্য করায় ৯৯ ব্রাইডাল হাউস নামে একটি কমিউনিটি সেন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৬ জুন) বিকেলে বিয়ের আয়োজনরত অবস্থায় তাদের এ জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) মুরাদুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে হোটেল-মোটেল জোনসহ আশে-পাশের এলাকায় নিষেধাজ্ঞা চলছে। ৫০ শতাংশ হোটেল-মোটেল খোলা হলেও সেগুলোতে শুধু সরকারী কর্মকর্তা বা আইনি সহায়তা নিতে আসা মানুষের জন্য।
কিন্তু এ কমিউনিটি সেন্টারটি বিয়ের আয়োজন করছিল। খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামীতে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোন ধরণের অনুষ্ঠান আয়োজন না করতে নির্দেশনা দেয়া হয়।
















