আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) থেকে মনোনয়নপত্র নিয়েছেন পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন রিদুয়ান হৃদয়।
এ সময় তিনি জানান, বঙ্গোপসাগরের পাশ ঘেঁষা একটি অঞ্চল আনোয়ারা-কর্ণফুলী, অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ও জনগণের সেবাকে সামনে রেখে নির্বাচন করব। গত ১৫ বছর ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত থাকার কারণে এলাকাবাসীর প্রত্যাশা ও দুর্ভোগ কাছ থেকে দেখেছি। জনগণের সেবা করতে পারলেই সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন।
এদিকে ৫ আগস্টের পর থেকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে টানটান রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে সংঘর্ষ ও হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। এই আসনে বিএনপি, জামায়াত ও বৃহত্তর সুন্নী ঐক্যজোটসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।
এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) থেকে রিদুয়ান হৃদয় মনোনয়ন নেওয়াকে আনোয়ারা-কর্ণফুলী রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার বিষয় হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
এই বিষয়ে কর্ণফুলী উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী সানাউল্লাহ মির্জা বলেন, ‘রাজনৈতিক পুরনো বন্দোবস্তকে কবর দিতেই জুলাই গণ-অভ্যুত্থান, গণ-অভ্যুত্থানের পর জন-মানুষের আকাঙ্খা ছিলো ক্লিন ইমেজের একজন নেতা পাবে কর্ণফুলীবাসী, যার বিরুদ্ধে থাকবেনা চাঁদাবাজী, টেন্ডারবাজী বা মামলা বাণিজ্যের অভিযোগ। আমি মনে করি আনোয়ারা ও কর্ণফুলীবাসী যোগ্য এক নেতা পেতে যাচ্ছেন যিনি মানুষের জন্য কাজ করবেন।’
এই বিষয়েআনোয়ারা উপজেলার এনসিপির যুগ্ম-সমন্বয়কারী কাজী জাবের বলেন, ‘আমরা এমন একজন প্রতিনিধি চাই- যিনি গণমানুষের জন্য কাজ করবেন, আনোয়ারাবাসীর অধিকার আদায়ে লড়াই করবেন।’
















