রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চের (আইইইআর) আয়োজনে ‘আর্থকোয়াক প্রেডিকশন এন্ড ইঞ্জিনিয়ারিং ফর সাইজমিক্যালি সেইফার সিভিল স্ট্রাকচার্স’ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রাক্তন ভিসি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক সুদীপ কুমার পাল, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আয়শা আখতার। সভাপতিত্ব করেন আইইইআরের পরিচালক অধ্যাপক মো. মইনুল ইসলাম।
সেমিনারের প্রথম সেশনের টেকনিক্যাল বক্তা ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং দ্বিতীয় সেশনের আইইইআরের গবেষণা সহকারী অধ্যাপক শাফায়াত বিন আলী ও আইইইআরের গবেষণা প্রভাষক সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইইআরের গবেষণা প্রভাষক সোহেল রানা।
সেমিনারে মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া বলেন, ‘ভূমিকম্পের পূর্বাভাস দেয়া খুবই কঠিন। ভূমিকম্পের মাত্র কয়েক মুহূর্ত পূর্বে কিছু ক্ষুদ্র প্রাণীই বুঝতে পারে। কিন্তু, মানুষ বুঝতে পারে না। তারপরও শিক্ষক, গবেষক ও উপস্থাপকরা প্রতিনিয়তই বিভিন্ন উপায় উদ্ভাবন করছেন, দেশ ও মানবজাতিকে ভূমিকম্পে নিরাপদ রাখা জন্য।