চট্টগ্রাম: ভারী বৃষ্টিতে চট্টগ্রাম সিটির নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। বুধবার (৩১ জুলাই) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার (১ আগস্ট) দিনভর অব্যাহত ছিল। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪৫ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
টানা বৃষ্টিতে সিটির ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, বাদুরতলা, শুলকবহর, কাপাসগোলা, চকবাজার, চাক্তাই, খাতুনগঞ্জও বাকলিয়াসহ নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এছাড়া, সিটির জিইসি মোড়, প্রবর্তক মোড়, চকবাজার, পাঁচলাইশ ও আগ্রাবাদসহ বিভিন্ন ব্যস্ত এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় মানুষের বাসা, দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। সিটির বিভিন্ন খাল, নালা-নর্দমা থেকে পানি উপচে রাস্তা তলিয়ে গেছে। জলমগ্ন এলাকায় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মেঘনাদ তঞ্চঙ্গ্যা।
সিটির চকবাজারের পুরো বাজার পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় লোকজনও তেমন নেই। পাঁচলাইশ আবাসিক এলাকার কোন কোন অংশে কোমরসমান পানি উঠেছে। লোকজন রিকশা নিয়ে প্রয়োজনীয় কাজ সারছেন। পানি পার করে দেয়ার জন্য ২০-৫০ টাকা নিচ্ছেন রিকশাচালকরা। সিটির ব্যস্ততম জিইসি মোড়েও হাঁটুপানি জমে ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত। দুপুরের পর ধীরে ধীরে পানি নেমে যেতে থাকে।