করোনা সংক্রমণ রোধে ঢাকার সঙ্গে চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব বন্ধে এ সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। তবে লকডাউন ঘোষণা করা হয়নি, এমন জেলাগুলোতে রেলে যাত্রী পরিবহন করা যাবে।
বুধবার ভোর থেকে চট্টগ্রাম-ঢাকা রুটে কোন ট্রেন চলাচল করবেনা বলে রেলওয়ের পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে। ফের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম-ঢাকাসহ সাত জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঢাকার সাথে চট্টগ্রামের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। তার একদিন পর বন্ধ হতে যাচ্ছে ঢাকা-চট্টগ্রামের সকল ট্রেন যোগাযোগ।
চট্টগ্রামের সাথে সরাসরি চার আন্তজেলায় ট্রেন যোগাযোগ রয়েছে। এগুলো হলো চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ময়মনসিংহ।
এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাশীষ দাশ গুপ্ত জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওযায় ২৩ জুন বুধবার থেকে ঢাকার সাথে চট্টগ্রামের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হতে যাচ্ছে।
আমরা এখনো লিখিত কোন অর্ডার না পেলে মৌখিক ভাবে আর্ডর পেয়েছি ঢাকার ট্রেন বন্ধ রাখার ব্যাপারে। তবে চট্টগ্রাম থেকে আগের মতো যথারীতি চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, আমাদের কাছে ২৩ জুনের টিকিটের জন্য অনেক যাত্রী এসেছেন। আমরা টিকিট দিইনি। কারণ ২৩ জুন বুধবার থেকে চট্টগ্রাম-ঢাকা রুটে কোন ট্রেন চলবেনা।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকা রুটে ১০ জোড়া (আসা-যাওয়ায় ২০টি) আন্তঃনগর ট্রেন চলাচল করে। সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলী, মহানগর প্রভাতী, তূর্ণা নিশীতা, সোনার বাংলা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস।
তবে ঢাকা থেকে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হলেও চট্টগ্রাম থেকে রাত ১১টায় তূর্ণ নিশীতা ছেড়ে যাবে বলে জানান ম্যানেজার রতন কুমার চৌধুরী।